0000

কবি মুন-ইমু'র কবিতা মলাট

ইচ্ছে হয় কত কি!
থেমে যায় একা একা।
পায়না ফিরে সত্যের দেখা।
পৃথিবীটা আজ ঘোলাটে,
কত ময়লার মলাটে।
খুঁজে পায়না সুখের রেশ,
তবু বলি আছি বেশ।
শত বিরহ-যাতনায়,
দিনতো তবু কেটে যায়।
কত চিন্তা আর না বলা কথায়,
মাঝে মাঝে মনে হয়
এমন যদি হতো
ছাইদানিটা ফুলদানির রূপ নিতো!
এমন যদি হতো,
স্বপ্নগুলো আমার বাস্তব হয়ে যেতো।
তবুও চলছে দিন,
রং কিংবা বর্ণহীন।
চলছে এভাবেই গভীরে,
ভাসাভাসা বা অচল।
পৃথিবীটাতে বাস্তব খুব সচল
জীবনের গল্পগুলো কখনো মলিন,
কখনোবা রঙ্গিন।
থেমে যেতে নেই শতবাঁধায়
স্বপ্ন পূরণ হবেই
পৌঁছে যাবো লক্ষ্যের চূড়ায়।
আছে শক্তি,দৃঢ় আকাঙ্ক্ষা,
পৌঁছাব একদিন,
পুঞ্জিত প্রত্যাশায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ