0000

বসন্ত এসেছে || এনামুল ইসলাম

 



বসন্ত এসেছে বছর ঘুরে 
রং লেগেছে কৃষ্ণচূড়ার ডালে
বাতাসে পাল উড়িয়ে 
নদীতে নৌকা চলে

শিমুলের ডালে ফুটেছে কতো ফুল,
হাসনাহেনা আর গন্ধরাজ 
মন সেজেছে বসন্তের আগমনে
ফুলের রানীর মতো সাজ।

পলাশের ডালে শতো ভোমর 
পাহারা দিচ্ছে তারা মৌচাক, 
বসন্তের আগমনে স্বপ্নগুলো আমায়,
দিচ্ছে আবার ডাক।

গোলাপ, বকুল, রজনীগন্ধা 
আরো আছে বেলী
শত ফুলের গন্ধে মাতাল
মন গেছে সব ভুলি।

দক্ষিণা বাতসে ভড় করে
বসন্ত এসেছে বছর ঘুরে
আমার মনের দুয়ারে
শত ফুলের মাজে খুজি
 তোমার প্রিয় বকুল কে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top