0000

বিপ্লব কুমার এর লিমেরিক


১.

নদী তার গতি পথে বয়ে নিয়ে যায় হরেক দূষণ

তার মাঝে বেঁচে থাকে মানুষের জীবিকা ও জীবন
ফুল-ফলে মাতায়ে বসুন্ধরা 
ফসলের প্লাবনে দূর করে খরা
নদী আর মানুষের মাঝে রইবে চির মেল বন্ধন।


২.
শিষ্য বিনা গুরু- নুন ছাড়া ডাল যেমন
গুরু জ্ঞানের সবটুকুই হবে বৃথা তখন
গুরু কয় নীতি- কথা 
শিষ্যের মনে তবু ব্যথা
আত্মার অমিলে কভু নয় সিদ্ধি-ভজন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top