0000

এই বৈশাখে || নুসরাত জাহান



এই বৈশাখে যদি আরেকবার ছুটে যাই

মলিনতার মুখোশ ফেলে খুব সাদামাটা ভাবে,

না, লালপেড়ে সাদা শাড়ি নয়
তোমার পছন্দের হলুদ কিংবা
আকাশী রঙের শাড়ি জরিয়ে,
অথবা তোমার চাওয়াতে শাড়ির বদলে
নাহয় লেহেঙ্গাই স্থান পেল। 
হাতে একগুচ্ছ আকাশীরঙের চুরি,
কপালে টিপ, এলো চুল
বাকি সকল কৃত্রিমতা বর্জন করে
বৈশাখের কোন তপ্ত দুপুরে, ঘর্মাক্ত দেহে
যদি দাড়াই গিয়ে তোমার দুয়ারে, 
ভুলে গিয়ে সকল অভিযোগ, অনুযোগ কিংবা আক্ষেপ
মিটিয়ে দিয়ে সহস্র দিনের হালখাতা 
অনন্তকালের মতো দু-বাহুডোরে
নেবে কি আমায় জড়িয়ে?                            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top