এই সর্পিলাকার নদীটির নাম মগড়া তবে কোথাও কোথাও একে ধলাই নদী নামে ডাকা হয়। এই নদীকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলা গড়ে উঠেছে, এই নদীটি নেত্রকোনা জেলার সৌন্দর্য বৃদ্ধির মুল তুরুপ। নদীটি মুলত ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে সেনেরচর নামক স্থান থেকে খড়িয়া নদী বেয়ে সরাসরি ধনু নদীতে গিয়ে মিলিত হয়েছে।
মগড়া নদীর দৈর্ঘ্য ১১২কিলোমিটার আর প্রস্থ ৭৭ মিটার, মগড়া নদীর তীরে প্রায় ৮৪ টি গ্রাম রয়েছে আর এই নদী কে কেন্দ্র করে প্রায় ৯১২ টি জেলে পরিবার তাদের জীবিকা সন্ধান করে, কিন্তু দিনে দিনে নদীর পার দখল ও নদীতে বর্জ্য ফেলার কারণে নদীটি ইদানিং কালে তার স্বাভাবিক গতি প্রবাহ হারিয়ে ফেলতে বসেছে, এই নদীটি এই শহর নেত্রকোনার প্রাণ, তবে সুখের খবর হলো নেত্রকোনা জেলা প্রশাসন নেত্রকোনা জেলায় প্লাস্টিক নিষিদ্ধ করেছে এতে কিছুটা হলেও নদীতে প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলা কমে আসবে নদীটি দূষণ থেকে একটু হলেও মুক্তি পাবে।
নদী হলো আমাদের পরিবেশের হ্রতপিন্ড, আসুন নদী দূষন রোধ করি পরিবেশ কে নির্মল করি।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।