0000

কক্সবাজার ও রামু মন্দির ভ্রমণ


কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু। পুরাকীর্তিসমৃদ্ধ রামুতে রয়েছে অনেক প্রাচীন বৌদ্ধ নিদর্শন। রামুতে সর্বমোট ৩৫টি বৌদ্ধ মন্দির ও জাদি রয়েছে। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় রয়েছে গৌতম বুদ্ধের ১০০ ফুট লম্বা সিংহশয্যা মূর্তি। আর মাত্র দুই কিলোমিটার অদূরেই কেন্দ্রীয় সীমাবিহার নতুন করে নির্মিত হয়েছে। কিছুটা দক্ষিণে এগিয়ে গেলেই রয়েছে নজরকাড়া লালচিং ও সাদাচিং বৌদ্ধ বিহার। এছাড়াও আশপাশে ছড়িয়ে–ছিটিয়ে আছে অসংখ্য ছোট-বড় আরো অনেক বৌদ্ধ বিহার।

কি দেখবেন

রামুতে আছে দেখার মত অনেক কিছুই। আপনি কতটুকু সময় ব্যয় করবেন বৌদ্ধ মন্দির ও বিহার গুলো দেখার জন্যে তার উপর নির্ভর করেই আপনাকে পরিকল্পনা করতে হবে। দেখার মত ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য মন্দির ও বিহার গুলো হলো উত্তর মিঠাছড়ি ১০০ ফুট বৌদ্ধ মূর্তি, রামু সীমা বিহার, লামার পাড়া বৌদ্ধ বিহার, রাংকূট বৌদ্ধ বিহার, শ্রী শ্রী রামকুট তীর্থ ধাম ও শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার ইত্যাদি। এছাড়া রামু রাবার বাগান থেকে ঘুরে আসতে পারেন।

কিভাবে যাবেন

কক্সবাজার থেকে কাছে হওয়ায় পর্যটকরা সাধারণত কক্সবাজার এসে সেখান থেকেই রামু বৌদ্ধ বিহার (Ramu Buddhist Bihar) গুলো দেখতে যায়। তাই সহজ উপায় হলো আপনাকে প্রথমেই কক্সবাজার চলে আসা। ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৗদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস.আলম পরিবহন, মডার্ন লাইন, শাহ্ বাহাদুর, ইত্যাদি উল্লেখযোগ্য। শ্রেণী ভেদে বাসগুলোর প্রতি সীটের ভাড়া ৯০০ টাকা থেকে ২০০০ টাকার পর্যন্ত।
ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এছাড়া বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা এবং রিজেন্ট এয়ারওয়েজের বেশকিছু বিমান ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে।
কক্সবাজার শহর থেকে রামু ঘুরতে যাবার সহজ উপায় হলো আপনি যদি রিজার্ভ গাড়ি নিয়ে নেন। তাহলে জনপ্রিয় স্থান গুলো সহজেই ও অল্প সময়ে দেখে আসতে পারবেন। ৪-৫ ঘন্টা সময় নিয়ে গেলে মোটামুটি অনেক গুলো বৌদ্ধ বিহার ঘুরে দেখতে পারবেন। কক্সবাজার থেকে সিএনজি বা ট্যাক্সি/অটোরিক্সা নিয়ে বৌদ্ধ বিহার থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন। রামু যাবার ট্যাক্সি বা অটোরিক্সা সাধারণত জনপ্রতি ভাড়া নেয় ৪০ টাকা করে আর রিজার্ভ নিতে চাইলে যাওয়া আসা ও ঘুরে দেখার সময় সহ ৪০০ থেকে ৫০০ টাকা লাগবে। অটোরিক্সায় ৫-৬ জন অনায়াসে ভ্রমণ করতে পারবেন।

কোথায় থাকবেন

কক্সবাজার বীচ  এর পাশে গড়ে উঠা হোটেল গুলোর বর্তমান ধারণ ক্ষমতা প্রায় ১৫০,০০০ জন। তাই থাকার জন্যে কক্সবাজারই আপনার জন্যে সুবিধাজনক। কক্সবাজারে ৩০০ থেকে ৫০,০০০ টাকা ভাড়া এমন নানা শ্রেনীর হোটেল ও রিসোর্ট রয়েছে। তাই আপনি কোথায় কেমন দামে থাকতে চান সম্পূর্নই আপনার উপর নির্ভর করবে। সাধারণত দামানুসারে কক্সবাজার হোটেল/মোটেল/রিসোর্ট গুলোকে তিন ভাগে ভাগ করা যায়।
৬০০০ থেকে ১০.০০০ টাকা: মারমেইড বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইজ, লং বীচ, কক্স টুডে, হেরিটেজ ইত্যাদি।
৩,০০০ থেকে ৬,০০০ টাকা: সী প্যালেস, সী গাল, কোরাল রীফ, নিটোল রিসোর্ট, আইল্যান্ডিয়া, বীচ ভিউ, সী ক্রাউন, ইউনি রিসোর্ট ইত্যাদি।
৮০০ থেকে ৩,০০০ টাকা: উর্মি গেস্ট হাউজ, কোরাল রীফ, ইকরা বিচ রিসোর্ট, অভিসার, মিডিয়া ইন, কল্লোল, হানিমুন রিসোর্ট, নীলিমা রিসোর্ট ইত্যাদি।
তবে উপরে উল্লেখিত মূল্যের চেয়েও কমে হোটেল পাওয়া যায়, সেক্ষেত্রে একটু আগে থেকেই খোঁজ খবর নিতে হয়। অফসিজনে হোটেলের ভাড়া সাধারণত অর্ধেকেরও কম থাকে। সময় থাকলে কক্সবাজার নেমেই একটু দরদাম করে হোটেল খুঁজে নিলেই ভালো। হোটেল খোঁজার ক্ষেত্রে রিকশাওয়ালা বা সিএনজিওয়ালার পরামর্শে নেয়া উচিত নয়। প্রয়োজনে হোটেলের ফেইসবুক পেইজ বা ওয়েবাসাইট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে।
আপনি যদি আপনার পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান তবে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। এসি/নন এসির ২/৩/৪ বেড রুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিন ভাড়া হতে পারে ২,০০০ থেকে ১৫,০০০ টাকা। এছাড়াও নিজের সাধ্য ও পছন্দমত একটা ঠিকানা পেতে আপনাকে তো একটু খোঁজাখুঁজি করতে হতেই পারে।
কম ভাড়ায় রাত্রিযাপন করতে চাইলে একটু ভিতরের দিকে মেইন রোড থেকে গলির ভিতর দিকের হোটেল ও রিসোর্ট গুলোতে থাকার চেষ্টা করতে পারেন। সাধারণত লাবনী পয়েণ্টের মেইন রোডের ডান পাশের গলির হোটেল ও রিসোর্ট গুলোতে ভাড়া একটু কম হয়। আর সিজন বা অফসিজন যখনই যান অবশ্যই এক দুইটা হোটেল ঘুরে দেখে ভালো মত দরদাম করে নিবেন।

কি খাবেন

কক্সবাজারে সব ধরণ ও মানের রেস্টুরেন্ট আছে। মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি উল্লেখ করার মত। সিজন অনুসারে অন্য অনেক কিছুর মত এখানে খাবারের দামও কম/বেশী হতে পারে। ভাত: ২০-৪০ টাকা, মিক্সড ভর্তা: ৭৫/১৫০/৩০০টাকা (৮-১০ আইটেম), লইট্যা ফ্রাই: ১০০-১২০টাকা (প্রতি প্লেট ৬-১০ টুকরা), কোরাল/ভেটকি: ১৫০ টাকা (প্রতি পিচ), গরু: ১৫০-২০০ টাকা (২ জন শেয়ার করতে পারবেন), রপচাঁদা ফ্রাই/রান্না: ৩০০-৪০০ টাকা (বড়, ২জন খাওয়ার মত), ডাল: ৩০-৬০ টাকা। এছাড়াও লাবনী পয়েন্ট সংলগ্ন হান্ডি রেস্তারা থেকে ২০০-২৫০ টাকায় হায়দ্রাবাদী বিরাণী চেখে দেখতে পারেন। আর কেওএফসি তো আছেই।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top