মধ্যরাতে জ্যোৎস্নায় ভিজবো বলে
বারান্দার রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে থাকি
ড্যাবড্যাব করে মৃত মানুষের মতো
তাকিয়ে থাকে বুদ্ধ পূর্ণিমার চাঁদ
চাঁদের সে আলোয় ভেসে আসে
পোড়া ফানুসের গন্ধ
যে ফানুসের আলোয় ভর করে
উড়তে চাইতো হাজারো স্বপ্ন
নিভৃত বুননের কী নিখুঁত অন্তর্ধান!
ঝড়ের শব্দ ধার করে ভয় দেখানোর বাহানায়
হঠাৎ-ই আমার মুখে ঝাপটে পড়ে তুমুল বাতাস
পূর্ণিমার চাঁদের মধ্যে
অজস্র ভয়ার্ত জোড়া জোড়া চোখ তাকিয়ে থাকে
আমি বিহ্বল হয়ে পড়ি
কেবলই মনে হয়
অসংখ্য ভুলে গিয়ে
ওরা কেবল একটি ছায়ার নিচে আশ্রয় খুঁজে ফেরে।
ঈশ্বর,
আমি জানি
প্রার্থনারত এইসব মুখের জন্য
ইয়াসের ক্ষুব্ধতার চেয়েও তো
তোমার দুঃখ ঢের বেশি...।
2 মন্তব্যসমূহ
অসাধারণ
উত্তরমুছুনকি টেস্টি কবিতা, খুব ভালো লাগলো। মনে হয় বারবার পড়ি। খুব সুন্দর হয়েছে। keep it up
উত্তরমুছুনমন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।