আপন মানুষ ভাবি যারে
সে হয়েছে পর,
বন্ধু বলে জানি যারে
সে ভেঙ্গেছে ঘর।
সে পেয়েছে সুখের দেখা
নতুন জীবন সাথি,
বন্ধুর ঘরে চান্দের আলো
আমার ঘরে রাত্রী।
নতুন সাথী পেয়ে বন্ধু
ভুলে গেছে মোরে,
তোমায় ছাড়া বন্ধু আমি
প্রাণ থাকিতে মৃত্যুযে।
সে আছে হৃদয় জুড়ে
মনের এক কোণে,
ভুলতে গেলে হৃদয় কাঁদে
ব্যথায় বুক ফাটে।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।