0000

নারী ও মৃ‌ত্তিকা || শ্রী রিপন দেব


ধূসর মৃ‌ত্তিকায় বে‌ড়ে ও‌ঠে সবুজ বৃক্ষ

‌সোনালী ফসল কিংবা গাঢ় লাল রক্তজবা, 

জন্ম নেয় জাফরান র‌ঙের সুবাস

অন্ধকা‌রের মত কা‌লো ফল

অথবা ‌হেম‌লো‌ক, 

ধূসর মৃ‌ত্তিকা থে‌কেই সৃ‌ষ্টি এ পৃ‌থিবীর তাবৎ রূপ। 


নারী‌র দেহ এই ধূসর মৃ‌ত্তিকার মতই

তার আঁধার কুঠ‌রি‌তে অঙ্কু‌রিত হয় স‌ক্রে‌টিস 

স্খ‌লিত দ্যু‌তি‌তে জমাট বা‌ঁধে লালন

‌কিংবা চে‌ঙ্গি‌সের মত দানব

অথবা ক্লিও‌পেট্টা, 

নারীর জঠ‌রে নির্ণয় হয় পৃথিবীর পরবর্তী কাঠা‌মো। 


রমনীয় ভালবাসায় মায়াবী হয় ধ‌রিত্রী

ময়ুরাক্ষীর জলের মত স্নিগ্ধ হয় মানু‌ষের মন

মু‌ছে যায় ভেত‌রের সব অন্ধকার

অথবা ঘৃনায় সৃ‌ষ্টি হয় প্রলয়

‌যেমন কুরু‌ক্ষেত্র, 

গান্ধারীর ‌দে‌হে সৃষ্ট কী‌টেরা রক্তাক্ত ক‌রে ব্রহ্মান্ড। 


(নারী দিব‌সে পৃ‌থিবীর সকল নারী‌কে উৎসর্গ)

‌সিরাজগঞ্জ

০৮/০৩/২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top