0000

প্রিয়তমা পাহাড়পুরী || কৌশিক রজক দাস

 


প্রিয়তমা,

তোমার কাছে বন্ধক রেখেছি

যত না বলা সংলাপ,

স্বগত উক্তি যা কিছু আছে

সবই তোমার জানা,

আমার প্রেম, প্রার্থনা, প্রথাগত অভিমান,

ক্ষোভ, উল্লাস - আবেগ.....

আরও যা কিছু অনুভূতি ছিল সম্বল

তোমার বুকে এসে বিলিয়েছি

পরাগ-রেণুর মতো।


অনামী ফুলের মধু চেখেছে পতঙ্গ ঢের

তারপর ঊড়ে গেছে নিজের বাসায়

দেয়নি কোনো নাম।

পরাগ মিশেছে হাওয়ায়.....

অবিরাম ধুলোর মতো।


আজ তাই, সেই আমি

তুলে দিলাম এতদিনের হিসেব-নিকেশ

তোমার হাতেই

ফিরে পেতে যা কিছু শুধুই আমার,

আমার প্রাপ্য, অধিকার।


হিসেবের গড়মিল শুরুটাও তোমার থেকেই।

অকারণ ব্যয় করে জমানো ইচ্ছে-সম্ভার

হারিয়েছি নিজের ছায়ায়, চাপা হাহাকার।

তুমি শুধু পেয়েছ আমায় বার বার-

আমি চেয়েও পাইনি তোমায় কোনোদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top