0000

নারী নিয়ে ভাবনা || মুন-ইমু মুন


আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীদের ব্যতিরেখে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। এজন্যই তাদের সঠিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা পুরুষের ন্যায়  সমান সুযোগ-সুবিধা পেলে দেশের সার্বিক সফলতা আরও নিশ্চিত করা সম্ভব হবে। অবশ্য অতীতের যেকোনো সময় থেকে বর্তমানে আমাদের দেশের নারী-রা অনেকটা এগিয়েছে, চিন্তা, চেতনা সবকিছুতেই। সবজায়গায় নিজেদের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। বর্তমানে নারীদের একটি বৃহৎ অংশ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে আলো ছড়াচ্ছে। তাদের অবদান শুধু দেশে নয় বিদেশের মাটিতেও গ্রহনযোগ্যতা বাড়াচ্ছে। ডিজিটাল দেশ গড়তে এখনই সময় তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা।


মুন-ইমু

বাংলা বিভাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সালাউদ্দিন (ডেনমার্ক)মার্চ ০৮, ২০২১

    সুন্দর কথা বলছো বইন! তুমি ভালো থাকিও।

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top