দুঃখবোধ নগ্ন কালো রাতে নরপিশাচের মতো ঝাপটে ধরে
আমার সবটা।
মৃত্যুর খুব নিকটে গিয়েই আমি জেগে উঠি ঘুম থেকে।
আরেকটি নতুন দিনের সূচনায়
বেদনাদের সাময়িক ছুটি দিয়ে দিই, আগমনী বসন্তে।
অনেকেই এই বসন্তে প্রেম শিখে!
আমি শিখি দুঃখ আড়াল করতে।
সাময়িকভাবে জিতেও যাই,
বুঝে যায় রাতগুলো, বাতাস কিংবা দুপুর বেলায় আসা টুনটুনিও।
বৃহৎ ভাবে পর্যালোচনা করার প্রয়োজন নেই,
তবে আমাকে আজকাল অহেতুক ভিড় এড়িয়ে চলতে হয়।
আপাতত মানুষ চেনার
মানুষের রঙ চেনার শখ আমার নেই।
যা আছে তা কেবল— দুঃখ কমানোর ইচ্ছা।
যে ইচ্ছা ভীষণ অসহায়ত্বের নাম, বাধ্য হওয়া দীর্ঘশ্বাসের নাম।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।