0000

কতোটা প্রহর গুণে || সাইফা শান্তা

 


একজীবনে রেখে যাওয়া মুহূর্ত, 

  স্মৃতির আদলে গড়া সময়।

প্রিয়-প্রসঙ্গের ঠিক বিপরীতে, 

   কতকটা হয়েছিল সঞ্চয়।

সুখ-দুঃখের অপ্রিয় ঘটনায়,

   হৃদয়ে লেগে থাকা হোঁচট। 

মন কেমনের অদ্ভুত আচরণে,

   হঠাৎ বেখেয়ালি ভাব উদ্ভট।


সয়ে যাওয়ার অকাল-বেলায়

    বেসুরো আবদারে ডাকা। 

নিত্য নতুন দিন-ক্ষণের মায়ায়,

    শপথ জুড়ে শূন্যতার রেখা।

এইতো হেঁটে এসেছি বহু পথ, 

    ফেলে এসেছি মাটির মায়া।

ধেয়ে আসা এ জীবনপাত যেন,

    মিথ্যে মিছিলে ফেলছে ছায়া। 


চাপা পড়ে যাওয়া শব্দশতক,

    আজ-ও কী একই স্বপ্ন বুনে?

আমিত নিঃশব্দে আড়াল হলাম, 

    অপেক্ষারা কতোটা প্রহর গুনে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top