0000

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ || সৈয়দুল ইসলাম


বাইশ গজে ব্যাট হাতে

টাইগার দাঁড়িয়ে,

বল দেয় পাঠিয়ে
সীমানা ছাড়িয়ে।

ভারত আর পাকিস্তান
নামি দামি যতো দল,
বাংলাদেশ নাম শুনে
ভেঙ্গে যায় মনোবল।

ক্রিকেট বিশ্বে টাইগার
দুরন্ত দুর্বার,
উইকেট ভেঙ্গে তারা
করে চুরমার।

ব্যাটিং আর বোলিংয়ে
চেনে নেয় বিশ্ব,
লড়ে যায় দাপটে,
দেখি জয়ের দৃশ্য।

বাংলাদেশ বলে কথা
বীরের জাতি,
নতুন রেকর্ড গড়ে
ছড়ায় খ্যাতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ