যেহেতু প্রতিটি দেশেই গণতন্ত্র অনেকটাই ব্যর্থ, সেজন্য গণতন্ত্রের গুণগান গাইতে পারছি না।
এছাড়া— মূল স্তম্ভগুলোয় বিভাজনের সমস্যা তো আছেই।
রাষ্ট্রের নাগরিক যেসব আইনে বিভ্রান্তিতে পড়ে
টানাপোড়েনে পড়ে— সেসব আইন অবৈধ আর একপাক্ষিক।
গণতন্ত্রকে জনগণের ধরা হলে
এটাও দেখা দরকার, কোন জায়গায় তা গ্রহণযোগ্য।
যেহেতু প্রতিটি স্থানেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।
যেহেতু মানুষগুলো নিজেদের অধিকারের যথাযথ ব্যবহার করতে পারছে না
কেউ বেশি আর কেউ কম করা থেকে শুরু করে
অযৌক্তিক হস্তক্ষেপ তো আছেই।
কিন্তু, সমাধান?
সমাধান কোনোভাবেই নেই, সকলে কর্তব্য সচেতন না হলে, বিবেকবান না হলে।
যাবতীয় তন্ত্র তখন ধুলোবালি, যা সকলে বহন করে নিয়ে যায়।
চাপিয়ে দেওয়াকে শাসন বলে না
শোষণ বলে, সেজন্য বাকিগুলোর কথা বলছি না।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।