0000

ওপার বাংলা ।। রেদ্ওয়ান আহমদ




ছোট থেকেই দু'টি শব্দ
বাজতো মাথায় অবিরাম।
"এপার বাংলায় মুসলমান,
ওপার বাংলায় হিন্দু প্রাণ।"
বড় হলাম, ভাবতে গেলাম।
একি! ওপারেতেও বহে দেখি
আমারই দেহের রক্ত-ঘাম।
ভাগ হলো সে ধর্ম নিয়ে,
তা ছাড়া সব ঠিকই তো ছিলো!
কেনো তবে এতো জাত্যভিমান?
মাথার উপর মেঘকে দেখে
ভাবনা এলো হঠাৎ আমার,
বৃষ্টি সে তো সমানই পড়ে,
ভাগ নেই তার এপার-ওপার।
হঠাৎ দেখলাম বিকেল বেলা
নদীর পাড়ে বসছে মেলা,
হাওয়ার মেলা, স্রোতের মেলা,
আরো চোখে কতো কীর্তি দেখা!
এসব কি শুধু আমারই একা?
নাকি, ওপার বাংলায়ও তারা?
গঙ্গা, তিস্তা, সুরমা, খোয়াই
ওপারে যেমন বয়ে চলে,
এপারেতেও তারাই আবার
কূল ঘেষে চলে সমান তালে।
ছিলো বেশ, সুখের দেশ, ছিলো
এপারে যারা ওপারেও তারা,
এমন কী এক ঘটলো হঠাৎ!
দেশ হলো তার ভ্রাতৃহারা।
এপারের হাওয়া ওপারেও আসে,
ওপারের স্রোত এপারেও বহে,
ওপারের মাটিতে এপারের ঘ্রাণ,
এপারের আমরাই ওপার মাঝে।
কোকিল ডাকে, দোয়েল ডাকে,
এপার ডাকিলে ওপারেও শুনে,
এপারের কাঁচা ধানের গন্ধ,
ওপারেতেও সমানই আসে।
এপার-ওপার শব্দ দু'টি
কেনো যে হলো আবিষ্কার?
শব্দ দু'টিকে কেন্দ্র করেই
দু'টি জাত হলো ডিসকভার।
ভাষাও একি, গল্পও একি,
কবিতায়ও একি মনের ভাড়,
কবিতার সুরে নুয়ে পড়ে দেখো,
দেশ বিভাগের কাঁটাতার। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. রৈখিক পরিবারকে অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন
  2. ভালো লিখেছেন ভা্্ই।্্এরকম লেখা বারবার পড়তে চা্্ই।

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top