0000

মাকছুদা ইয়াছমিন রুমকি'র কবিতা 'অস্তিত্বের খোলস'

অস্তিত্বের খোলসে লাশ ভরে আমি হেঁটে বেড়াই
তুমি বেঁচে আছো তো?
গণতন্ত্রের প্রচ্ছদে নিয়ম করে এগিয়ে চলে
রক্তের ভেতরের স্বৈরাচার
ধর্ম ব্যবসা বরাবরই লাভজনক
যদি সিংহাসনটা অধিনে যায় ধৃতরাষ্ট্রের।
সুন্দরবনের মতো ছিঁড়ে যায় আমারও শ্বাসনালী
তবুও ঝলমলে আলোর বুদবুদে
বিভোর থাকে মন।
যখন হুইস্কির বোতলে রক্ত ঢেলে
নেশা জমে ঢের বেশি
তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর পারফিউমকে  হার মানায়
যে কোনো লাশের গন্ধ
ভাঙনের নদীর স্রোতে আত্মাহুতি দিতে দিতে
এগিয়ে চলে গড্ডালিকা প্রবাহ
অস্তিত্বের খোলসে লাশ ভরে হেঁটে বেড়াই আমি
তুমি বেঁচে আছো তো?

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. সংগ্রামজুন ১৯, ২০২০

    অন্যরকম সাগল৷ এগিয়ে চলো

    উত্তরমুছুন
  2. রুমকি এর কবিতা টা অনেক সুন্দর হইছে,,,,

    উত্তরমুছুন
  3. নয়ন বিকাশ রায়জুলাই ১৫, ২০২০

    সুন্দর ও আকর্ষণীয় অনুভূতি। এরকম ভাবনার স্পর্শে মন ভরে ওঠে।

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top