কৈলাশ শৃঙ্গ সাঁতরে ঝরনা নামে
বেয়াড়া ব্রহ্মপুত্র হিংস্র হয়ে উঠে,
সুখের বাতির চরে অন্ধকার খেলা করে
দক্ষিণা বাতাসে পাড় নয়,
হৃদয় ভাঙ্গে সুখলতার।
ভারিবর্ষণে উজানের ঢল নামে,আষাঢ়ের বান
রাতের অন্ধকারে একে একে সব চর ডুবে যায়,
বেহুলারা ভাসে কলার ভেলায়, সাথে লক্ষ্মীন্দর
ব্রহ্মপুত্রের ঘোলা জলে ডুবে যায় সুখলতার সংসার।
গরু ভাসার চরে একই ভেলায় ভাসে গরু ও মানুষ
ভাটির টানে ভেসে চলে বেহুলার ভেলা
অদূরেই ঘুঘুমারী, চেরাগের আলগার চর,
হঠাৎ টিমটিম আলো নিভে যায়।
দিক ভুলে যাই আমরা, দিক পায়না মাঝি
ভেসে চলি স্রোতের টানে, সময় বয়ে যায়
ভাটির দিকে,আরো ভাটিতে...
অন্ধকারে ভূস করে ডুবে যায় সুখলতার সংসার।
পথ ভুলে মাঝি খুঁজে শুকতারা
দূর আকাশের পানে চেয়ে
মাঝে মাঝে হাঁক ছেড়ে ডাকে
এটা কোন চর বাহে...।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।