ওগো তুমি গভীরে মুকুরে মুঞ্জরী
বিনা আকৃতির মহা গুণে গুঞ্জরী
সব'ই তো ছিল আঁধার
ছিল না তো কিছু আর।
সর্বজ্ঞ সর্বাঙ্গে চেতনে তুমি রও
অনুক্ষণে সব হয়, যদি বল হও।
স্বীয় চিত-বিভা গীত ধ্বনি মিতা
নিজেতে নিজেই খনি নেই পিতা।
কি বাহারি দুনিয়াবাড়ী ওগো তুমি সাজালে!
চিত্ততা বিভবে প্রভা নূরে মৌ গীত বাজালে
তুমি নির্ঝর আকুলতা,
তুমি অমৃত মহা সুধা।
তুমি তো মহান বড়র বড়
ওগো দয়াময় রহমান রহিম দয়া করে,
ক্ষণিকালয়ও শোধন কর
মানবাত্নার অসীম চির শান্তির তরে।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।