0000

ব্রহ্মপুত্রে গোধূলি বিকেল

ছবি- জাহানুর রহমান খোকন

আমরা সাধারনত সূর্যাস্ত দেখার জন্য কক্সবাজার যাই কিংবা কুয়াকাটা যাই। কখনো কি ব্রহ্মপুত্র নদের ধুধু বালুচর আর কাশফুলের মাঝে সূর্যকে হারিয়ে যেতে দেখিনা।

রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই সত্য- দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে দু'পা ফেলিয়া।

বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদের এই সৌন্দর্যে আমি মুগ্ধ।

স্থান- রৌমারী উপজেলার চর।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. চাচা, খুব সত্যি কথা কইছেন। বোম্মোপুত্র নদীর যে সৈন্দর্য তার সাথে কোনটার তুলনা হয় না। খুব মজার ছবি হইছে এইটা।

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top