0000

আক্তার বিন আমির আহমদ || ষড় ঋতুর বাংলাদেশ

 


রুপবতী বাংলা মাগো

রুপের নেই যে  শেষ,

সকাল সন্ধ্যায় সাজো তুমি

লাগে খুবই বেশ!


গ্রীষ্মে তোমার ফলবাগানে 

কি যে মধুর ঘ্রাণ!

মধু মাসে ছড়িয়ে দাও যে

নিবেদিত প্রাণ। 


বর্ষাকালে বিলে ঝিলে

ফুটে শাপলা শালুক, 

ঝোপে ঝাড়ে ডাকে বসে

ময়না শ্যামা ডাহুক।


শরৎকালে মেঘের ভেলা

দেখতে লাগে বেশ,

নদীর ধারে কাঁশফুল ফুটে 

লম্বা তাহার কেশ।


হেমন্তেরই শিশির বিন্দু 

শুভ্র সকাল বেলা,

কচি ধানের ডগায় তোমার

কিচিরমিচির খেলা।


শীতে তোমার হিম বায়ুতে

শুকনো পাতা ঝরে,

ছেলে বুড়ো সব লোকে তে 

কাবু হয়ে পড়ে।


বসন্তেরই ফাগুন হাওয়ায়

শিমুল পলাশ ফুটে,

কোকিল পাখির গানের সুরে

হৃদয় আমার টুটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top