চারিদিকে প্রকৃতি কেমন স্তব্ধ,
স্পষ্ট থেকে স্পষ্টতর হয় নিঃশ্বাসের শব্দ।
দুরে কোথাও একটা কুকুর ওঠে ডেকে,
হাহাকার করে ওঠে মনের কোণে।
হৃদয় জুড়ে বিরাজমান শূন্যতা,
কভুও কি দেখা দেবে পূর্ণতা?
চিত্ত যখন খুঁজে ফেরে কারণ,
ভোতা অনুভূতি জানিয়ে দেয়, কারণ খোঁজা বারণ।
ফুরিয়ে যায় রাতের রূপ নিকষ কালো,
সময় আসন্ন হয় ফোটবার দিনের আলো।
শোনা যায় ওই ভোরের পাখিদের ডাক,
কেটে যায় আমার নির্ঘুম রাত!
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।