0000

জাহানুর রহমান খোকন এর ফটোগ্রাফি

 


চারিদিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দ্বীপ চর আইরমারীর চর। শহরের সাথে এবং অন্যান্য চরের সাথে যোগাযোগের একমাত্র বাহন নৌকা।

এই নৌকাই আবার বন্যার সময়ে একমাত্র ভরসা,পা ফেলিবার,মাথা গুজিবার ঠাঁই। শীত, বর্ষা কিংবা খরায় নৌকাগুলোর বিরাম নাই, এ চর থেকে অন্য চরে লোক পারাবারে ব্যস্ত থাকে।

আজ শুক্রবার। চরের সকলে সাপ্তাহিক জুম্মার নামাজ আদায় করবে। আজ নামাজের আগে কেউ কোথাও যাবে না।তাই ঘাটে ভীরানো আছে সারিসারি নৌকা। সাইজে কোনটা ছোট, কোনটা আবার বড়।

ছবি-১৫-০১-২০২১ খ্রি.

স্থান- আইরমারীর চর,উলিপুর,কুড়িগ্রাম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top