0000

শুনতে কী পাও || সাইফা শান্তা || কবিতা

 


রাত্রি জুড়েই মিশে থাকা হাহাকার, 

  চারিদিকে পিনপতন নীরবতা। 

শূন্যতা রা ঠাঁই খুঁজে বেঁচে থাকার, 

   শুনতে কী পাও তাদের কথা।


দুমুঠো ভাত খেতে পারার গল্পে,

   মিশে থাকে গোটা ইতিহাস। 

ঢেরবেশি নয় তারা খুশি অল্পে,

    পাও কী কভু তার আভাস?


জীবনের এক ভিন্ন অধ্যায়ে,

   তারা-ও উদ্যমী হয়ে ওঠে।

দিন-রাতের বহু যাতনা সয়ে, 

    স্বপ্ন-চূড়ার পথেই ছুটে।


হিসেব-নিকেশের মত্ত দুনিয়ায়,

    একটু সুখের উল্লাস খোঁজা।

পথেও প্রান্তরে ঘুরে ঘুরে প্রায়,

   জীবনতরী তব নয়তো সোজা।


বিলাসবহুল শব্দহীনতায় তারা, 

    কত-শত রজনী পাড়ি দেয়।

নামী-দামী হওয়ার চেয়েও ওঁরা, 

    স্বল্পতায় নিজেকে গড়ে নেয়।


অদ্ভুত এক জীবনচক্রে দিনশেষে,

    রোজকার মতই সংগ্রাম।

দুঃখ ভুলে বেঁচে থাকার অভ্যেসে,

     পথের ফুল তাদের নাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top