দুঃখের নদীতে বাড়তি শোকের ছায়া হয়েছে তোমার দু'টো চোখ। ক্ষুধা, ক্ষমতা এবং ক্ষয়ের ত্রিমুখী সংঘর্ষে
আমার কোনো ঘর নেই, কথা নেই
নেই অস্তিত্ব। আমি বারবার পাল্টে ফেলি সব সংজ্ঞা।
সুখ তোমার কাছে রয়ে গেছে, অথচ তোমার জানা নেই তা। যদিও মস্তিষ্কে এসব এখন তেমন একটা প্রভাব ফেলছে না। যাচ্ছে যাক, বলতে বলতে শুকনো পাতা হয়ে গেছে সব প্রত্যাশা।
সম্পর্কের লালন-পালন এখন আমি করি না।
সোজাসাপ্টা না বললেও— সর্বোচ্চ চেষ্টা করি এড়িয়ে যাওয়ার।
স্বভাবের সরলতা মরে গেছে, আমিও হারিয়ে যাবো
সেটুকুই রেখেছি, দুঃখ-শোক নিয়ে।
শিখছি— বিপরীত হাওয়ায় ভেসে থাকার সবগুলো কৌশল। মাঝেমধ্যে নড়বড়ে হই তোমার শোকে।
যেন শুকিয়ে যায় সব ইচ্ছা।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।