বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
রুপের যেন নেইকো শেষ,
হরেকরকম পাখির আছে
ডাকে মিষ্টি সুরে,
ডাক দিয়ে হারিয়ে যায়
মেঘ সীমানা দূরে।
নানা রকম গাছ আছে
নদ-নদীতে মাছ,
তাদের কাছে শিখছি মোরা
নতুন কিছু আজ।
নদ-নদী ও গাছ-গাছালি
দেশ রেখেছে ঘিরে,
ভাবনালোকে হারিয়ে যাই
পরিবেশের ভিড়ে।
রুপে গুণে অপরুপ
আমাদের এই দেশ,
নতুন ভাবে সেজে উঠেছে
আমাদের পরিবেশ।
কবি- ইসরাত জাহান আশা
দশম শ্রেণী, কুড়িগ্রাম।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।