কি জানি কি কথা; বলতে চেয়ে,
হলো আটটি বছর পাড় -
তেরটি নদী পাড়ি দিয়ে এবার,
বসেছি অন্য লেকের ধার।
এই শানবাধাঁনো ঘাটে
মনে পড়ে;
ঐ গালান্দিটির মাঠে,
কত শতবার বউছিঁ বাজির বেলায়,
মন মাতানো বউ সাজানো মেলায়।
বর হয়েছি কত্তই না মনে মনে,
তুই না জানিস,বনে পাখি জানে।
মেঘলা দিনের একলা কাটানো ক্ষণ,
কেন জানি কি ভেবে চঞ্চল তোর মন।
কেন ডেকেছিলে মোরে একা একা,
চোখ ইশারায় মিঠে কড়াই দেখা।
বাড়ির পাশে বড় দিঘিঁ পাড়ে,
ছায়া জরানো শ্যামক মেঘের ধারে।
মুখ ফুটিয়ে " শুনবি একটা কথা?
ঠায় দাড়িয়ে মৌন মোর নিরবতা।
হয় নি বলা হয়নি শোনা কোন কিছু
হাতে ধরিয়ে দিলে দুটো লালচে লিচু-
আমি তখন তোরই পানে চেয়ে,
" দেখছিস কি তাড়াতাড়ি নে!,,
তখন বিড়বিড় করে বলি,
কি জানি বলতে চেয়ে "বল্লি না?
তুই চলে যা আসবে আবার মা!
দেখলে পরে লাগাবে চারটে ঘা।
এখনো তোকে ধরে মারে??
না: তবে তোর সাথে দেখলে পরে।
চুলের ঝুঁটি দুটো ধরে-
হাপাস হুপুষ চেংটা মারে।
তা 'মায় কেনে ডাকিস বল!
" না দেখলে পরে গড়ায় চোখের জল।
শুনে আমি হুম,,,
কি যে বলিস আগডুম বাগডুম?
আজ আবারো বসে লেকের ধারে,
না শুনা ঐ মধু কথাটি মনে পড়ে
যে চমকে উঠে গা,
কি কথা ছিলো তোমার?
আজও শুনা হলো না।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।