0000

হুমায়ূন ছিল বলেই ।। রবীন জাকারিয়া ।। কবিতা



হুমায়ুন ছিল বলেই
সবুজে হলুদ রোগাক্রান্ত সমাজের চিত্র পাল্টানোর জন্য 
পকেটহীন হলুদ পানজাবি পরিহিত হিমুরা 
নিশিতে পথে বেরুনোর আহ্বান করতো!
হুমায়ুন ছিল বলেই
পৌঢ় মিসির আলি হলুদে ব্যাধির 
রহস্য উদঘাটনের জন্য
যুক্তির পর যুক্তি সাজাতো৷
শুভ্ররা কালো টাকা, দূর্ণীতি, ঘুষে ভরা 
বিত্ত-বৈভবের মাঝেও শুভ্র-সাদা জীবনের স্বপ্ন দেখতো৷
হুমায়ুন ছিল তাই
প্রকাশনাগুলো বাণিজ্য করতো৷
দর্শনার্থী, পাঠক, লেখক, প্রকাশকে মুখর ছিল
হৃদয়ের বই মেলা৷
হুমায়ুন ছিল বলেই
পাঠক ছিল৷ যুব সমাজ বই পড়তো৷
আজ হুমায়ুন নেই
তাই কিশোর-যুবা বই পড়ে না৷
বাবার অসৎ পয়সায় কেনা
পালসার, হাংক কিংবা এপাচীর পিঠে সওয়ার হয় অধিক ক্ষিপ্রতার আশায়৷
ইয়াবা, সিসা অথবা মারিজুয়ানার নীল ধোঁয়ায়
নীল পর্ণোর বিষাক্ত নীল নট হয়ে যায়৷
হুমায়ুন নেই তাই
বইহীন, পাঠকহীন সমাজ!
ফেসবুকিং, চ্যাটিংএ চিটিং হয় যুবা নারী৷
হুমায়ুন নেই বলেই
জ্যোৎস্নার সরোবরে অবগাহন করেনা কেউ৷
সারাদেহে এত ভাইরাস আর কালিমা
এখনইতো সময় জ্যোৎস্নার সরোবরে অবগাহন করে
হলুদে ব্যাধি ধুয়ে শুভ্র হওয়ার৷

- রবীন জাকারিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. amar prio lekhok. i like hime very much. thank you to write a poem on my favourite writer humayun ahmed

    উত্তরমুছুন
  2. সারাদেহে এত ভাইরাস আর কালিমা
    এখনইতো সময় জ্যোৎস্নার সরোবরে অবগাহন করে
    হলুদে ব্যাধি ধুয়ে শুভ্র হওয়ার৷

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top