আজ আকাশে মেঘের উড়োউড়ি, ভাপসা গরম
সব পাখি নীড়ে ফেরে প্রকৃতিটা বড্ড নরম
ঘরে ফেরে ছেলে-বুড়ো
সূর্যি মামা ঘুমে ঢুলুঢুলু
ঘনিয়ে আসছে অন্ধকার
কদম-কেয়ার গন্ধে মাতাল ধরণী
লাম্পপোস্টে বসে দুটো দাঁড়কাক
অবিরত কা-কা রবে ছাড়ে হাক
আকাশ ফেটে আসবে জলকণা
কাঁদবে মেঘকন্যা বৃষ্টি অঝোর নয়নে
আহ! তার যে বড় দুঃখ
মেঘবতী রাখে না বুকে আগলিয়ে
আমি বৃষ্টিকে বলেছি তুমি কেঁদো না
তোমার হাতে তুলে দিব একগুচ্ছ কদম কিংবা কেয়া।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।