0000

নুপুরের ধ্বনি ।। ইয়াসীর আরাফাত



বিকেলেরএই বৃষ্টির সুর ধরে
তোমার পায়ের নুপুরের ধ্বনি কানে বাজে।
টুপটাপ সেই ছন্দ
তোমার চলার সেই শব্দ।
ধীরে ধীরে সেই চলা
নুপুরের সুরে মাখা,
আজ ও মনে পরে বার বার
শুধু তোমার ই কথা।
এমন ও এক দিনে ভালবাসার টানে
ছুটে চলে এসেছিলে মোর কাছে।
নুপুরের ধ্বনিতে,  বৃষ্টির সুরেতে
সেদিন কতটা কাছে এসেছিলে,
মনে কি পরে?
আজ এই বিকেল সাক্ষি হয়ে থাক
তুমি নেই পাশে,
শুধু বৃষ্টি ঝরে যাক।
সোহাগে আদরে,
সেই ভালবাসার মধুখন
আজ বৃষ্টির কাছে ই পেয়েছে বারন:
তাই বলে কি তুমি আজ ও
নুপুরের সুরে রাঙাতএ নাহি পার!
বৃষ্টি ফোটায় লিখলাম বিদায়
ভালো তুমি প্রিয়া থাকো,
তোমার আশায় থাকবো পথ চেয়ে
যতো দুরেই তুমি থাকো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top