প্রথম তোমায় দেখেছিলাম আমি,
কৃষ্নচূড়ার তলে।
লাল ফুল গুলো হয়েছে আরও রঙিন,
তোমার রুপ দেখে।
তোমার গহীন চোখের মায়া,
ঠোটে মিষ্টি হাসি।
তোমার ভুবন জুড়ানো নিরবতা,
দিয়েছে আমার মনকে ফাসি।
তোমার প্রেমে পড়েছি আমি,
শাহাজাহানের মতো।
পারবোনা হয়তো তাজমহল বানাতে,
তবু ভালোবাসবো অনন্ত।
তোমায় চেয়েছিলাম আমি বৃষ্টি ভেজা দিনে,
দেখতাম বৃষ্টি দুজনে থেকে জানালার আবডালে।
টাপুরটুপুর শব্দ হবে আমাদের কুড়েঘরে,
আর চেয়ে থাকতাম তোমার দিকে অপলক দৃষ্টিতে।
বৃষ্টি হয়ে আসো প্রিয়,
আমার আঙিনায়।
বৃষ্টি শেষে রংধনু হও,
আমার মনের আকাশটায়।
তোমার প্রেমে পড়েছিলাম প্রিয়,
ফিরিয়ে দিলে আমায়।
প্রকৃতির প্রেমে পড়লাম তবে,
তোমাকে ভুলে থাকার চেষ্টায়।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।