কেউ তো বলেনি, একটু অপেক্ষা করো
আমি আসবো
সন্ধ্যার খোলা আকাশে মস্ত চাঁদে
গা ভেজাবো।
একটা কবিতা লেখো নিঃসঙ্গ বটমূলে
নদীর কিনারে বৈঠা হাতে
কুপির সলতেই অপেক্ষা মাখানো
কোনো চোখ পেলে
সাজিও যত্নে
প্রিয় কিছু দুঃখ রেখো গোঙানির শব্দে।
বলেনি
এভাবেই তাকিয়ে থেকো লোকেদের ভিড়ে।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।