শহর এখন খামখেয়ালি, খুব অচেনা ।
রোদ উঠছে, মেঘ ডাকছে যেমন খুশি ।
মনের ভেতর টুকরো স্মৃতি ঝড় তুলছে -
আগের মতন বর্ষা-কাব্য আর আসে না ।
বন্দি ঘরে স্বপ্ন সাজাই - স্বপ্ন ভাঙে ।
একলা হলে দেখতে পারি সবার মুখোশ !
মুঠোফোনে খুঁজে ফিরি মনের মানুষ ....
হতাশা-তে বৃষ্টি আঁকি দু'চোখ জুড়ে ।
এই বরষায় ময়ূর হওয়া বড়ই কঠিন ।
ছন্দগুলো ওলোটপালোট - বেহিসাবি,
পেখম মেলার পাই না সাহস, ভয়ার্ত মন !
হায় রে জীবন ! বিশ্ব এখন অন্ধকারে ।
কেমন করে ভিজবো আবার বৃষ্টি এলে ?
হৃদয় এখন ভাবতে বসে মৃত্যু হিসাব ।
বৃষ্টি-ভিজে জ্বর বাঁধলে ছাড়বে ওরা ?
আতঙ্ক হয় ! একলা ঘরে নীরব থাকি ।
এমন সময় বর্ষা আসে, জানলা ভেজে,
ভেজে বাতাস, গাছের সারি, তপ্ত-মাটি -
সোঁদা-গন্ধে বুকের ভেতর ইচ্ছে জাগে -
ময়ূর না হই, হই যেন এক চাতক পাখি।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।