এই যে পথিক, যাচ্ছ কই?
ফিরছি বাড়ি, হচ্ছে দেরী।
এত কিসের তাড়াতাড়ি,
ঘর বেঁধেছ?
মনে হচ্ছে নতুন বউ রেখেছে ভালো।
অন্য কারো হয়ে গেলাম গো।
সেদিন দেখেছিলে তারে
মোর সাথে মেলায় ছিল যে।
ও হ্যাঁ,তবে বড্ড ছেলে মানুষ তোমার বউ।
পাকানা হবার সুযোগ কই?
তুমি তো বল,আমি নাকি বেশ পাকানা,
তবে কি পাকিয়ে দিব?
নাহ,আমার কাঁচাই ভালো।
তুমি পাকা-শিকারী,
তাই মনে হচ্ছে কাঁচা-পাকায় মিল খায় বেশ।
তবে কাঁচা মানুষগুলো অল্প কথায় গলে যায়
তাই ভয় হয়,যদি কেউ ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়?
বাহ্,হারানোর ভয়ও হয়েছে দেখছি,
ভয় পাচ্ছ কেন?জোয়ান-মদ্দ, সাহসী মানুষ?
কথা শুনাচ্ছ,নাকি মজা করছ?
নাহ,মনে করে দিচ্ছি, বোকা মানুষ।
বোকা বলেই তো আজ এই দশা
রাখতে পারিনি,তোমায় আমার করে একা।
চালাক-চতুর বানিয়ে দিব?
সেই বিদ্যেও আছে জানা।
নাহ থাক,বোকাই ভালো
হতে চাই না,তোমার বরের মত।
আসি গো,হচ্ছে দেরী,ফিরছি বাড়ি।।
মেরিনা আক্তার
কুড়িগ্রাম।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।