হামরা কুড়িগ্রামের মানুষ বাহে
নদীর পাড়োত বাস
সারাবছর ভাঙ্গে নদী
দুঃখ বারোমাস।
কালবৈশাখী ঝর বাহে
ফ্যালাইছে হামার ঘর
ক্যামন করি রাত কাটামো
ভয়ে জড়সড়।
হামরা গাঁও গেরামের মানুষ বাহে
কাঁইও নোয়াই পর
শান্তি সম্প্রীতি নষ্ট করে
জঙ্গি বর্বর।
হামরা খরা বন্যায় মরি বাহে
কাঁইও নেয় না খবর
সগাই গনতন্ত্রর কথা কয়
দিয়্যা গনতন্ত্রর কবর।
প্রোজেক্ট যায় প্রোজেক্ট আইসে
অবস্থার হয় না পরিবর্তন
গরিব আরো গরিব হয়
পুঁজিতন্ত্রর কারণ।
হামার ছাওয়া কলেজ পড়ি
পায় না কোনো কাজ
চাকরির পিছনে ঘুরে ঘুরে
কপালোত পড়ে ভাঁজ।
এনজিওর খপ্পরে পড়ি
হামরা হইলং শ্যাষ
ঋণের ভারে হামরা বাহে
বর্ষায় ছাড়ি দ্যাশ।
কার্তিকের মঙ্গায় বাহে
বউ ছাওয়া কাঁন্দে
কাপড় চোপর নাপাই দিব্যার
ছেঁড়া কাপড় পেন্দে।
গ্যাস দিবেন কারখানা দিবেন
হাত রবে না ফাঁকা
হামরা এটেই কাজ পামো
যামো না আর ঢাকা।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।