আমি আজও জানি না ভালোবাসা কি??
শুধুই কি জৈবিক চাহিদা, নাকি সারা জীবন পাশে থাকার চুক্তি??
আমি জানি ভালবাসা মানে সুখ, দুঃখগুলো ভাগাভাগি করা,
একে অন্যকে বোঝা।
ভালোবাসা মানে পরস্পরের মনের খোঁজ খবর আদান প্রদান করা।
ভালোবাসা মানে এক মন এক শরীর!
যার মাঝে এটার ঘাটতি সে ধর্ষক, কখনো প্রেমিক হতে পারে নি।
প্রেমিকের যোগ্যতা তার নেই।
কিন্তু বাস্তবতায় দাঁড়িয়ে দেখলাম, সব মিথ্যা সব ভুল।
ভালবাসা মানে প্রতারনা।
ভালবাসা মানে, তুমি যখন কারো জন্য বসে থাকো সে তখন অন্যকে নিয়ে ব্যস্ত থাকে।
সে কি সত্যিই বুদ্ধিমান??
না! নির্ঘাত বোকা।
ঠকায় নিজেকে, নিজের বিবেককে, হারায় সত্যিকার ভালবাসাকে।
ভালো থাকুক তারা, ভালো রাখার মিথ্যা শ্বান্তনা দিয়েছিল যারা।
কাউকে ঠকিয়ে, ভালো আছি বললেই কি ভালো থাকা যায়??
ভালো থাকা কি এতই সোঝা?
প্রতিদিন ঠকছে অসংখ্য নারী!
হচ্ছে প্রতারিত!
তারপরও চলছে ভালো থাকার অভিনয়।
কি লাভ পাওয়া যায় মায়ের জাতিকে ঠকিয়ে??
কোন সুখের আশায়??
ছিঃ ধিক্কার এদের!
এ প্রশ্নটা কাকে কাকে করবো??
আমার বাবাকে?
আমার ভাইকে?
নাকি সমাজের প্রত্যেকটা পুরুষ জাতিকে??
ফুলে জান্নাত সুরভী
বরিশাল,বাংলাদেশ।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।