0000

ফুলে জান্নাত সুরভী'র কবিতাঃ আমি আমার মতো!

 
আমি অনেকেরই মন মতো হতে পারি নি।
না ঘরে,
না বাইরে!
না আত্মীয়ের,
না স্বজনের।
তেলবাজি আর তোষামোদি আমি পছন্দ করি না।
আমি মুখে মুখে ভাল থাকতে জানি না।
আমি কারো জুতো আর ব্যাগ টেনে মনের মতো হবার ধান্ধা করি না।
আমি মিথ্যাবাদী আর বেঈমানদের ডাস্টবিনের ময়লার থেকেও বেশি ঘৃনা করি।
আমি চাপাবাজ আর প্রতারকের সাথে তাল মিলিয়ে চলতে শিখি নি।
আমি অন্যায় আর অনৈতিকতার সাথে আপোষ করতে শিখি নি।
আমি চোরের মতো পিছু হটতে জানি না।
যে মিথ্যা আর প্রতারনায় আজ আমি জড় পদার্থের মতো এক বস্তুতে পরিনত।
সেই,
ন্যায় আর নৈতিকতা পথ থেকে আমি একবিন্দু পরিমান সরবো না।
স্রোতের বিপরীতে, আর সত্যের পথে সব সময় একজনই থাকে।
সেই একজনই আমি!
হয়তো আমি কারো মন মতো না, কিন্তু আমি আমার মতো।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top