বাংলা মালের বোতলটা গলা দিয়ে নামলেও
বাংলাটা ঠিকঠাক তোমাদের মতো আসে না
আমরা মরা টানি..লাশ কাটি..শুয়োর চড়াই
আমরা ডোম.. মেথর... আমরা চাড়াল।
তোমাদের ডোম ইনো রিয়েলস্টেট আমাদের নয়
আমরা রেলের বস্তিতে তিনপুরুষ জীবন বদল করি
আমরা বর্ষায় জলে ডুবি,শীতে অদৃশ্য আগুনে পুড়ি
আমরা হরিজন আমরা ঈশ্বরের লোক
ঈশ্বরের কোন বাড়ি গাড়ি থাকতে নাই।
তোমরা ভোরবেলা আয়েশে জগিং করো পার্কে-রাস্তায়
তোমাদের স্ত্রী-সন্তানেরাএয়ারকন্ডিশনের নরম বাতাসে বেঘোরে ঘুমায়;তখন তোমাদের বিলাসবহুল গাড়িগুলো চলার জন্য রাস্তা ঘাট ধুয়ে মুছে পাকসাফ করি৷
অথচ
আমরা তোমাদের কাপে চা-খেতে পারি না
আমরা তোমাদের হোটেলে বসতে পারি না
আমরা জলে নামলে তোমাদের ওজু হয় না
আমরা জলে নামলে দূর্গা বিসর্জন হয় না।
আমাদের সন্তানেরা তোমাদের স্কুলে পড়তে পারে না
তোমাদের সন্তানেরা গালি দেয় ডোম.মেথর..চাড়াল
তোমাদের সন্তানেরা কার্তিকের পাছাদোলানো কুকুর গাজনের জাগরণী রাতে আমাদের মেয়েদের --
যোনিতে ব্লেড মেরে বিবস্ত্র ফেলে রাখে রাস্তার ধারে।
আমাদের সম্ভ্রম নাই, সম্মান নাই, অধিকার নাই
আমাদের থানা নাই, আইন নাই, বিচার নাই
আমাদের একখান ভোট আছে,সরকার নাই
আমরা হরিজন...আমরা ঈশ্বরের লোক।।
3 মন্তব্যসমূহ
কবিতার গোয়া মারি দিচেন বাহে৷ হামার এতি আইসেন কবিতা সিকামো
উত্তরমুছুননাউজুবিল্লাহ! রংপুরি কবিতায় অশ্লীল শব্দের প্রবর্তন ঘটালে। কাজটা ভাল হল না।
উত্তরমুছুনছি! ভাই। এসব কি? এসব কি কোন কবিতা হয়েছে? বোঝেন কি কবিতা কাহাকে বলে?
উত্তরমুছুনমন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।