0000

বৃষ্টির নাম ক'রে যদি রোদ ওঠে কোনদিন || ওয়াসিফা জাফর অদ্রি



আমাদের এই পলেস্তারা ওঠা বাড়িটা মন খারাপ নিয়ে, একা একা যে হেঁটে যাবে কোথাও, তারও উপায় নেই। এমন নিরুপায় সকালে, আকাশের বালিশ ফেটে বৃষ্টি পড়লে দেখি— মাটির কানের ভেতর ঢুকে যাচ্ছে জল। এদিকে রোদ ওঠার নাম নেই বলে, একটা নাম উঠে বসে আছে মনের ভেতর।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top