0000

কাঠ গোলাপ ও দ্রৌপদী || রিপন দেব



 ধূ‌লির শহ‌রে ঘু‌রে বেড়াই আমি

দেখি রা‌তের আঁধার

উ‌পেক্ষা ক‌রি শত মাতা‌লের প্রলাপ,

খু‌ঁজি দ্রৌপদীর প্রিয় মুখ

‌জোনা‌কিরা কা‌নে কা‌নে ব‌লে

ফি‌রে যাও বা‌লক। 


আমি ফি‌রে যাই অযুত নিযুত বছর পেছ‌নে

নিয়‌নের তুচ্ছ নগ‌রকে পিছনে ফেলে

আমার শহরে,

ভালবাসার অর‌ণ্যে ছুঁই সুপ্রভার জল

এক‌টি কাঠগোলা‌পের র‌ঙে

অপাঙ্গ থে‌কে মু‌ছে ফেল‌তে চাই 

‌নিদ্রাহীনতার ছাপ। 


দ্রৌপদী ‌ঠিক কাঠ গোলা‌পের মত

স্নিগ্ধ ভো‌রে তার শরীর 

‌বিচ্ছু‌রিত দ্যু‌তির এক অনুপম নহর,

হাজারটা পান্ডবপ‌ুত্রের প্রেম

অবজ্ঞায় ভে‌সে যায়

আর প্র‌তিদিন আমি আমার মৃত্যু দে‌খি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top