0000

শেষ বিকেল || শ্রী রিপন দেব

 


শেষ বি‌কে‌লের আলো,

যখন তোমার ক‌পোল ছু‌ঁয়ে যায়।

‌গোম‌তির স্নিগ্ধ জল ‌ভি‌জি‌য়ে দেয় মন,

এক উদাসী বাউল ধ্যানভঙ্গ করে।


অযুত নক্ষত্রের মায়াবী বাঁধন,

ময়ুখমালীর দ্যু‌তি

অথবা সহস্র রমনীর কামার্ত মুখ

অবজ্ঞার চাদ‌রে ঢে‌কে যায়,

বাউল ‌বিবাগী হয়।

বিবাগী হয়, শুধু তোমার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top