0000

নারী || আক্তার বিন আমির আহমদ



নারী তুমি এগিয়ে চলো

ভয় পাচ্ছ কেন?

বেগম রোকেয়ার কথা মনে পড়ে তোমার! 

প্রচলিত পুরুষ শাসিত নিয়মে তিনি ছিলেন বাঁধা, 

নারীর আবার  শিক্ষা কি?

সে তো থাকবে অন্দর মহলে 

এসব নীতিমালা তিনি পা পৃষ্ঠে ধূলিসাৎ করলেন,

 অবশেষে নারী পেল মুক্তি! 

কুসংস্কার আর অন্ধকার ভেদ করে 

নারী পেলো আলোর দিশা।

নারী তুমি প্রিয়তমা তুমি ভগ্নি তুমি জননী,

খোদার বেহেশত তোমার চরণ তলে, ধন্য তুমি

 হে নারী! তুমি জাগো তোমার আপন মহিমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. আশরাফুল ইসলামমার্চ ০৮, ২০২১

    খোদার বেহেশত তোমার চরণ তলে-- কথাটি খুব সত্যি লাগল। ভাল থাকুন কবি ও কবির কবিতা প্রকাশকারী সম্পাদক।

    উত্তরমুছুন
  2. নাজনীন সুলতানামার্চ ০৮, ২০২১

    দারুণ

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top