0000

জাগো হে নারী || ইশরাত জাহান ইতি




 জাগো হে নারী, জাগো হে নারী 

তোমার নীপিরনকারীদের বুকে বসাও তরবারি

আর কতকাল সইবে তোমরা ওদের ব্যঞ্জনা 

যুগের পর যুগ যে তারা দিয়ে চলেছে তোমাদের নানান যাতনা।

ভালোমনদ সব কিছুতেই শুধু ওদের পদচারণ

নারী তুমি তোমার বেলাতেই মানতে হয় কত বারণ

তুমি যদি না জাগো হে নারী, এমনিকরেই

 তোমার উপর চলতে থাকবে নানান উৎপীড়ন।

একবার যদি জেগে ওঠো তুমি নারী,

বন্ধ হবে তোমার উপর সব নির্যাতন। 

হে নারী তুমি শ্রমে ঘামে এনেছ কত সমৃদ্ধি

এর বিনিময়ে পেয়েছ তোমার জীবনে কতটুকু প্রাপ্তি?

সূর্য লাল আভা ছড়িয়ে পুব আকাশের 

নতুন দিনের আগমন জানায়

আর নারী তোমার  ঘুম ভাঙে

আরেক তিক্ত দিনের আশঙ্কায়

অবহেলায় অবমাননায় দিনের পর দিন 

হারিয়ে চলেছ নারী তুমি  তোমার 

সরল শৈশব আর দুরন্ত কৈশোর 

বয়স তোমার গুলোতেই নিক্ষেপিত হচ্ছ 

কোনো বৃদ্ধের গোর।

জেগে ওঠো হে নারী তুমি সাম্যের চেতনায় 

আর মেনে নিও না তোমার প্রতি কোন অন্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. রাজু আহমেদমার্চ ০৮, ২০২১

    খুব সুন্দর কবিতা। ভাল লাগল কবির কবিতা, মনমুগ্ধ হলাম।

    উত্তরমুছুন

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Back To Top