0000

সিমন দ্যা বুভোয়ার এর কয়েকটি উক্তি

সিমন দ্যা বুভোয়ার।                  ছবি- সংগৃহীত


ফ্রান্সের অস্তিত্ববাদী দর্শনের ধারার সবচাইতে প্রশংসিত ব্যক্তিত্বদের একজন হলেন সিমন দ্যা বুভোয়ার। নারী স্বাধীনতার দ্বিতীয় ধারার প্রধানতম প্রবর্তক তিনি। তাঁর চিন্তাবোধ সারা বিশ্বের নারীদের মননে এক নতুন বার্তা পোঁছে দিয়েছে, আধুনিক ও শিক্ষিত নারীদের মধ্যে তৈরি করেছে ব্যক্তিগত স্বাধীনতা ও দায়িত্ববোধ সম্পর্কে নতুন সচেতনতা। অন্যান্য প্রখ্যাত অস্তিত্ববাদী দার্শনিকদের ঘনিষ্ঠ ছিলেন বুভোয়ার। তাঁর দার্শনিক বোধ তৈরিতে দেকার্ত, বার্গসন, এডমুন্ড হাসের্ল, মার্টিন হাইডেগার, কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস, ইমানুয়েল কান্ট, হেগেল প্রমুখের প্রভাব রয়েছে। নীতিশাস্ত্র, নারীবাদ ছাড়াও লিখেছেন একাধিক উপন্যাস ও ছোটগল্প। একটি নাটকও লিখেছেন তিনি। চার খণ্ডের আত্মজীবনীতে প্রকাশ করেছেন নিজের বৈচিত্রময় বুদ্ধিদীপ্ত জীবনের নানা দিক। ১৯৪৯ সালে লেখা তাঁর বিখ্যাত বই 'সেকেন্ড সেক্স' নারীমুক্তির দ্বিতীয় পর্বের বার্তাবাহক। এই বই 'দ্বিতীয় লিঙ্গ' নামে বাংলা ভাষায় অনুবাদ করেন ড. হুমায়ুন আজাদ। ১৯০৮ সালে জন্ম নেয়া এই মহান মনীষী মারা যান ১৯৮৬ সালে। ইংরেজি থেকে বাংলা ভাষায় পরিবর্তন করা তাঁর উক্তিগুলো ইন্টারনেটে থাকা 'গুডরিড্‌স' ও অন্যান্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।


১। যদি বহুদিন বাঁচেন, তাহলে প্রত্যেক বিজয়কে ব্যর্থ হতে দেখবেন।


২। জীবনকে আজকেই পাল্টে ফেল। ভবিষ্যতের জুয়ার আশা করোনা। দেরী না করে এক্ষুনি সক্রিয় হও।


৩। সে কখনও পাল্টাবেনা, কিন্তু কখনও কোন এক আঙুলের ছোঁয়ায় ধূলায় পরিণত হবে।


৪। নিজের পুরুষত্ব নিয়ে উদ্বিগ্ন পুরুষদের মতো নারীদের উপর এতটা রূক্ষ, আক্রমণাত্মক বা বিদ্বেষী আর কেউ নয়।


৫। একদিন যখন নারীরা নিজেদের দুর্বলতা নয় শক্তিকে, ভালবাসাকে, নিজের থেকে পালানো নয় বরং নিজেকে খুঁজে পাবে, নিজেকে অবদমন নয়, তুলে ধরবে সেই দিন মানুষ হিসেবে প্রেম তার নশ্বর/সাময়িক বিপদ নয়, জীবনধারার উৎসে পরিণত হবে।


৬। আমি অন্য গ্রহের জন্য তৈরি, ভুল পথে চলে এসেছি।


৭। স্বাধীনতা হল সকল মূল্যবোধ ও তাৎপর্যের উৎস; অস্তিত্বের সকল ন্যায্যতা প্রতিপাদনের এটা প্রধান শর্ত।


ভাষান্তর: সুশান্ত বর্মণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top