যত ভুল করেছি আমি,
জানি তার নাই ক্ষমা!
তবু ও ক্ষমা চেয়ে যাই,
তুমি যে আমার প্রিয়তম।
ধূলির কনায় মলিন সংসার,
দেহ ক্ষূধায়-কামে ক্ষূধাতুর,
সব স্নেহ বিবজির্ত স্বভাবে
পরাজিত সততার সুর।
এই সংসার সমহার,
যত ভুলোর ভুল ত্রুটি,
ফাগুনের রঙ্গে রঙ্গিয়ে ছিল,
তোমার-আমার হৃদয় করোটি।
যত ভুল করেছি আমি,
জানি তার নাই ক্ষমা!
তবু ক্ষমা চেয়ে যাই
সে যে আমার প্রিয়তমা!
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।