0000

পূণ্য ঢাকি পাপে || সৈয়দুল ইসলাম এর কবিতা

 



জগৎ জুড়ে দেখি মোরা
বাঁচা মরার খেলা,
যেতেই হবে পরকালে
কেন করছি অবহেলা?
ভাল কিছু করতে গেলে
মন্দ টানে পিছু,
জগৎ জুড়ে হাসি কান্না
এইতো উচু নীচু।
সঠিক পথ এড়িয়ে মোরা
বাকা পথে হাঁটি,
অট্টালিকায়ও সুখ মিলেনা 
কর্ম যে নয় খাঁটি।
ভোগ বিলাসে সময় কাটে
মন মজে খারাপে,
মিথ্যা বলে নিজেই ঠকি
পূণ্য ঢাকি পাপে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top