এই সহজ সমীকরণ নিয়েই— আসো, মিটিয়ে ফেলি দ্বন্দ্ব।
অভিযোগ থাকলে জানাও, বলো সামনা-সামনি।
না থাকলে হিংসা কমাও।
সুখে থাকবে।
আমাকে যতবার ছোটো করে কথা বলতে যাবে
ক্ষতি হবে তোমারই
যেহেতু আমি কারো সাত-পাঁচে থাকার লোক না।
আসো, সত্য নিয়ে
মৃত্যুর পথ দেখি। সমঝোতা করার মতো সবগুলো বিষয়েই সমঝোতা করতে আমি একপা এগিয়ে দিলাম।
0 মন্তব্যসমূহ
মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।