0000

সত্ত্বেও || মঈনুল হোসেন ফাহাদ

 



যেখানেই কিছু হবে না ভাবি— সেখনােই ফুটে থাকে ঘাসফুল। পাতাবিহীন জবা গাছে দেখি ফুটে থাকে জবা।

যেখানে বলার থাকে না কিছুই
সেখানেই শব্দরা নতুন কারো মায়ায়, অতীতের দুঃখ ভুলে যায়। সাদা কাপড়ে রঙ লেগেছে
অতীতে যা কেবল দাগ ছিল!

ঘুম থেকে উঠে দেখি— পৃথিবী ঘুমিয়ে আছে
ঘুমিয়েই থাকবে। টঙের দোকানে ভাগ্য বিক্রি করে
'হতে পারে!' শব্দ নিয়ে হাঁটতে থাকি।

যেখান থেকে আর কখনোই উত্তর আসবে না ভাবি—
সেখান থেকেই আসে ব্যাখ্যাসহ প্রতিটি প্রশ্নের উত্তর।

অবশ্য আমি একই প্রজাতির মানুষ নিয়ে হাঁটাচলা করি না
এটা কেবলই রাজনীতির মতো
যেখানে রাজনীতি হলো— 'অন্যকে মেরে দেওয়া!'

এর'চেয়ে সোজাসুজি রাজনীতি করা ভালো, স্বভাবে না করে।

আশা করি না, ভাবিও না
এমন সব দিন থেকে ভেসে আসছে কথা
যেসব কথা স্পষ্ট থাকছে— হাওয়াতেও।
বাধা হচ্ছে না নগরের 'লাল প্রেম!'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top