0000

যদি কোন দিন || এ,এ,মামুন

 



কবে  দেখা  হবে   জানি   নাকো,

অজান্তে বেঁধেছি হৃদয়ের সাকো।

পথে যেতে যেতে একদিন  দেখো ফিরে,

 ফুল হয়ে পরে আছি  পথের  ধারে।

  গন্ধে নাক যদি  তোমার ভরে আসে,

  নরম  পায়ে শিশির ছোয়া আল ঘাসে। 

লজ্জায়  বুজে আসে তবে  ঐ দুটি চোখ,

একবার চেয়ে দেখ রক্তাক্ত  স্বপ্নলোক।


যেখানে গন্ধরাজের সুরভি নেই,

নেই  কোন  বুলবুলিটির  গান,

 গোলাপের কাঁটায় শুকুনের থাবায়-

জর্জরিত  আমার   এই প্রাণ।

মাদরে শিমুলের  যে  ফুল শিদুরী লাল,

আপাদমস্তক  তার কাঁটায়  ভরা  ডাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top