0000

ঝঢ়ির দিন || এ,এ মামুন

 



কলো মেঘের জাল বুনিল  পূব আকাশের গায়,

গুড়ুম গুড়ুম  ডাকছে মেঘে বাঁজ যে শোনা যায়!

ঝর-ঝরা- ঝর  পানি পরে গদ্ধ গাঁয়ের বুকে,

ফুলের পত্বি- গাঁয়ের রাণী নাইছে মনের সুখে।

পরছে ঝঢ়ি গুড়ি-গুড়ি পরছে বড় টোপে,

নাইছে গাঁয়ে নাইছে জায়ে পাড়ার সকল লোকে।


আসলো ছেলে, পা" টোটা মেয়ে ভিজলো সব ছুড়ি,

আসলো নূপুর আসলো মুমুর ছোট কালে বুড়ি।


কৃষ্ণ জলে পুকুর তলে ভিজলো সই  নূপুর তার নাম;

ভাসলো পুকুর শুদ্ধী মুমুর' সীতায় পেল রাম।


এ পাড়েতে একা নূপুর  কাঞ্চা শরীর নায়,

এ পাড় ও পাড় মোহন মিলন স্যাত স্যাতানি বায়।


জলে কাঁন্দে বড় দিঁঘিঁ উচায় কান্দে ঝঢ়ি,

নাগ- নাগীনের মধুর লগ্ন আপনাতে  যায় গড়ি!


স্বপ্ন জোয়ার  বুকের ফোয়ার  নামলো কালো মেঘ,

তপ্ত গায়ে পরতে ঝরে বুকে পেল বেগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Back To Top